হাসানের অনন্য কীর্তি

হাসানের অনন্য কীর্তি

প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশি পেসার। সেখানেই শেষ নয়, হাসানের কল্যাণে ১৭ বছর আগের স্মৃতি ফিরেছে ভারতে। দেশটিতে খেলতে গিয়ে হাসানের আগে এশিয়ার পেসারদের মধ্যে শেষবার ৫ উইকেট নিয়েছিলেন পাকিস্তানি পেসার ইয়াসির আরাফাত। ২০০৭ সালে বেঙ্গালুরুতে ১৬১ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
এছাড়া দ্বিতীয় বাংলাদেশি বোলার হিসেবে পরপর দুই টেস্টে ইনিংসে ৫ উইকেট নিলেন ২৪ বছর বয়সী এ ডানহাতি পেসার। কয়েকদিন আগে পাকিস্তান সফরে গিয়ে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫ বার উইকেট উদযাপন করেছেন তিনি।
হাসানের আগে এ কীর্তিটা করতে পেরেছিলেন কেবল বরিউল ইসলাম জীবন। জাতীয় দলের সাবেক পেসার ২০১৩ সালে হারারেতে পরপর দুই টেস্টে এ কীর্তি করেছিলেন।
শুক্রবার টেস্টের দ্বিতীয় দিনে ৯২তম ওভারের দ্বিতীয় বলে বুমরাহকে স্লিপে ক্যাচ বানিয়ে ভারতকে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট করার পাশাপাশি নিজেও ব্যাক টু ব্যাক ইনিংসে ৫ উইকেট শিকার করলেন হাসান মাহমুদ।
এদিকে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। চেন্নাই টেস্টের প্রথম টেস্টে ভারতকে ৩৭৬ রানে অলআউট করে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ভারতীয় বোলারদের বোলিং তোপে মাত্র ৪০ রানেই সাজঘরে ফিরে গেছেন তিন টাইগার ব্যাটার।
#তমহ/বিবি/২০সেপ্টেম্বর২০২৪


খেলা ডেস্ক, বিবি
Published at: শুক্র, সেপ্টেম্বর ২০, ২০২৪ ২:০০ অপরাহ্ন
Category: খেলা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!