সার সংগ্রহে নতুন উদ্যোগ

সার সংগ্রহে নতুন উদ্যোগ

দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে  দেশি-বিদেশি উৎস থেকে ১ লাখ ২০ হাজার টন ইউরিয়া সার এবং ৩০ হাজার টন ফসফরিক এ্যাসিড সংগ্রহ করবে সরকার।

আজ মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মরোক্ক, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ থেকে এ সার ও ফসফরিক এ্যাসিড সংগ্রহ করার অনুমোদন দেয়া হয়।

এতে সরকারের ব্যয় হবে প্রায় ৭৫৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।

বৈঠক সূত্রে জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চলতি অর্থবছরের ১৫তম লটের আওতায় সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্ট কোম্পানি থেকে প্রায় ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কিনবে, যার দাম (প্রতি টন ৩৬০ দশমিক ৮৩ মার্কিন ডলার) প্রায় ১৩২ কোটি  ৬ লাখ ৩৭ হাজার ৮ শত টাকা।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে, বিসিআইসি’র চলতি অর্থবছরের দ্বিতীয় লটের আওতায় সংযুক্ত আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে প্রায় ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার কিনবে। যার দাম (প্রতি টন ৩৬০.৮৩ ডলার ) প্রায় ১৩২ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৮ শত টাকা।

শিল্প মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের প্রেক্ষিতে কাতারের এনার্জি মার্কেটিং থেকে প্রায় ৩০ হাজার টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করবে। যার দাম (প্রতি টন ৩৭৮.৮৩ ডলার) প্রায় ১৩৮ কোটি ৬৫  লাখ  ১৭ হাজার ৮ শত টাকা। এ ছাড়াও বিসিআইসিকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে আরও ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার সংগ্রহ করার অনুমোদন দেয় ক্রয় কমিটি।  যার দাম (প্রতি টন ৩৫৩.৭৫ ডলার) প্রায় ১২৯ কোটি ৪৭  লাখ ২৫ হাজার টাকা।

এ ছাড়াও ক্রয় কমিটি বিসিআইসি টিএসপিসিএলের জন্য মেসার্স জেনট্রেড এফজেডই সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজার ফসফরিক এ্যাসিড সংগ্রহ করবে যার দাম পড়বে প্রায় ৭৫ কোটি ৩৭  লাখ  ২০ হাজার টাকা এবং বিসিআইসি’র ডিএপিএফসিএলের জন্য ১৪৯ কোটি ৮৮ হাজার টাকায় মেসার্স গুইয়াংজি পেংইউ ইকো-টেকনোলজি কোম্পানী লিমিটেড, দক্ষিণ আফ্রিকা থেকে  ২০ হাজার টন ফসফরিক অ্যাসিড  কিনার অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ। যার সরবরাহকারী প্রতিষ্ঠান হলো মেসার্স সান ইন্টারন্যাশনাল এফজেডই ইউএই।   [বাসস থেকে]
#তমহ/বিবি/২২জানুয়ারি২০২৫


কৃষি ডেস্ক, বিবি
Published at: বুধ, জানুয়ারী ২২, ২০২৫ ২:০৭ অপরাহ্ন
Category: কৃষি
Share with others:

Recent Posts

Recently published articles!