আসছে বাজেট কতটা শেয়ার-বান্ধব?

আসছে বাজেট কতটা শেয়ার-বান্ধব?

শেয়ারবাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি আসছে অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে। এ বিষয়টি নিয়ে হতাশ বিনিয়োগকারীদরা। তারা বলছেন, উচ্চমূল্যস্ফীতি, পুঁজিবাজারে বিনিয়োগে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর লাগাম টেনে রাখা, রেপোর সুদ হার বৃদ্ধিসহ নানা কারণে বাজারে এক ধরনের তারল্য সংকট চলছে। কালো টাকা বিনিয়োগের সুযোগ থাকলে তা তারল্য সংকট কিছুটা লাঘব করতে পারতো। যদিও এই সুযোগের আওতায় অতীতে পুঁজিবাজারে খুব একটা বিনিয়োগ আসেনি, তবুও বিষয়টি বিনিয়োগকারীদের হতাশ করেছে।
 গত ৯ জুন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। ঘোষিত বাজেট নিয়ে স্টেকহোল্ডাররা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এদের মধ্যে পুঁজিবাজারের একটি বড় অংশ বাজেট নিয়ে তাদের হতাশা প্রকাশ করেছে।

এরই মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সংবাদ সম্মেলন করে বলেছে, প্রস্তাবিত বাজেটে তাদের বেশিরভাগ দাবি বা প্রস্তাবই প্রতিফলিত হয়নি। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) প্রায় অভিন্ন বক্তব্য রেখেছে। সিএসই পুঁজিবাজারে গতিশীলতার স্বার্থে এই বাজারে বিনিয়োগের মাধ্যমে কালো টাকা (অপ্রদর্শিত অর্থ) সাদা করার সুযোগের মেয়াদ আগামী অর্থবছর পর্যন্ত বাড়ানোর দাবি জানিয়েছে।

#তমহ/বিবি/১৮-০৬-২০২২

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি শনি, জুন ১৮, ২০২২ ১০:৫৬ পূর্বাহ্ন

Comments (Total 0)