ঘণ্টা বাজিয়ে হাসিনা মমতার ম্যাচ উদ্বোধন

ঘণ্টা বাজিয়ে হাসিনা মমতার ম্যাচ উদ্বোধন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইডেন গার্ডেনসের ঐতিহ্যবাহী ঘণ্টা বাজিয়ে দিবারাত্রির টেস্ট ম্যাচের উদ্বোধন করেন। ঘণ্টা বাজার পরই বল মাঠে গড়ায়। টস জিতে আগে ব্যাটিং করছে বাংলাদেশ।

ঘণ্টা বাজিয়ে এই টেস্ট ম্যাচের উদ্বোধনের আগে ইডেন গার্ডেনসের মাঠে নামেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এসময় সঙ্গে ছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। উপস্থিত ছিলেন দুই দলের সাবেক খেলোয়াড়েরা। ছিলেন দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মাঠে ভারতীয় খেলোয়াড়দের সঙ্গে একে একে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরে বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে হাত মিলিয়ে কুশল বিনিময় করেন শেখ হাসিনা।

বাংলাদেশের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময়ের একপর্যায়ে মুশফিকুর রহিমের সঙ্গে হাত মিলিয়ে কিছুক্ষণ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি মুশফিকুর রহিমের মাথায় হাতও বুলিয়ে দেন।

নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হয়েছে ভারত ও বাংলাদেশ। গোলাপি বলের এই টেস্ট ঘিরে নানা আয়োজন নেওয়া হয়।


খেলা ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, নভেম্বর ২১, ২০১৯ ২:২৯ অপরাহ্ন
Category: খেলা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!