ঢাকায় দুই দিনের বিনিয়োগ সম্মেলন

ঢাকায় দুই দিনের বিনিয়োগ সম্মেলন

কৃষি অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ সরকার। ঢাকার হোটেল রেডিসনে ২৮ ও ২৯ নভেম্বর দুই দিনব্যাপী সম্মেলন চলছে। দেশি-বিদেশি উদ্যোক্তাদের সামনে বিনিয়োগের পরিবেশসহ নানা সুযোগ-সুবিধা তুলে ধরা হচ্ছে এতে।

এই আন্তর্জাতিক সামিটে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, সৌদি আরবসহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চলছে উন্নয়নের মহাযজ্ঞ।

এরইমধ্যে দৃশ্যমান হয়েছে পদ্মা সেতু, মেট্রোরেল, অর্থনৈতিক অঞ্চলসহ বেশ কয়েকটি মেগা প্রকল্প। উন্নত দেশের কাতারে দাঁড়াতে হলে মাথাপিছু আয় বাড়াতে হবে আরও প্রায় সাড়ে ৮ হাজার ডলার। চ্যালেঞ্জ বাস্তবায়নে কৃষি, তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, চামড়া, ওষুধশিল্পসহ ১৪টি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।

দেশে বিনিয়োগের অপার সম্ভাবনা বিদেশি উদ্যোক্তাদের কাছে তুলে ধরতে আয়োজন হচ্ছে আন্তর্জাতিক সম্মেলন। ভার্চুয়াল মাধ্যমে ২৮ নভেম্বর রোববার বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই দিনব্যাপী আয়োজনে কয়েকটি প্ল্যানারি সেশনের পাশাপাশি চলছে খাতভিত্তিক কারিগরি অধিবেশন। ঢাকায় বৈশ্বিক এই বিনিয়োগ সম্মেলন শেষ হচ্ছে ২৯ নভেম্বর সোমবার।

#তমহ/বিবি/২৯-১১-২০২১

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা

ব্যবসা ডেস্ক, বিবি সোম, নভেম্বর ২৯, ২০২১ ৩:১৫ পূর্বাহ্ন

Comments (Total 0)