স্যার আবেদের কুলখানি

স্যার আবেদের কুলখানি

২৭ ডিসেম্বর স্যার ফজলে হাসান আবেদের কুলখানি অনুষ্ঠিত হয়েছে । গুলশানের আজাদ মসজিদে বাদ আসর মিলাদ ও দোয়া অনুষ্ঠা্ন হয়।

দোয়ার অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্রমন্ত্রী এম এ মোমেন, অর্থনীতিবিদ রেহমান সোবহান, আইনবিদ ড. কামাল হোসেন, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী, স্থানীয় সংসদ সদস্য রহমতউল্লাহ, শিল্পপতি আবদুল আউয়াল মিন্টু, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, জাফর সোবহানসহ মরহুমের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

তাঁর স্মৃতিচারণ করে উপস্থিত সুধীজনের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন অধ্যাপক আনিসুজ্জামান। তিনি বলেন, ‘ফজলে হাসান আবেদ দেশে বিদেশে এত যশ, সম্মান, স্বীকৃতি পুরস্কার পেয়েও অত্যন্ত বিনয়ী ছিলেন। তাঁর বড় অবদান হচ্ছে একটি জনহিতকর প্রতিষ্ঠান চালু করার পর সেটাকে এগিয়ে নিতে আরও কয়েকটি প্রতিষ্ঠান গড়ে তোলা। তাঁর গড়া প্রতিটি প্রতিষ্ঠানই জনকল্যাণে নিবেদিত।’

পররাষ্ট্রমন্ত্রী এমএ মোমেন বলেন, ‘তাঁর প্রয়াণ বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। অবহেলিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও স্বাবলম্বিতা অর্জনের ক্ষেত্রে বিশ্বব্যাপী তাঁর যে অবদান, তাই তাঁকে চিরস্মরণীয় করে রাখবে।’

পরিবারের পক্ষে মরহুমের জামাতা ও ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘স্যার ফজলে সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন। পরিবারের সদস্য বা সহকর্মী সকলের ইচ্ছা অনিচ্ছা, ব্যক্তি সমস্যাকেও তিনি গুরুত্ব দিতেন, সমাধানের চেষ্টা করতেন। দেশের বাইরে গেলে অনেক ব্যস্ততার মাঝেও পরিচিতজনদের সাক্ষাতের জন্য সময় বের করে নিতেন।

#এসএস/বিবি/২৭ ১২ ২০১৯


এনজিও ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, ডিসেম্বর ২৬, ২০১৯ ১০:১৮ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!