গৃহঋণ ২ কোটি টাকা

গৃহঋণ ২ কোটি টাকা

বাড়ি নির্মাণের ঋণের সর্বোচ্চ সীমা ৮০ লাখ টাকা বাড়িয়ে ২ কোটি টাকা করা হয়েছে। ১৯ নভেম্বর বাংলাদেশ ব্যাংক এবিষয়ে সার্কুলার জারি করে ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

৭ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেন ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) প্রতিনিধিরা ওই বৈঠকে এবিবির পক্ষ থেকে গৃহঋণের সর্বোচ্চ সীমা ১ কোটি ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২ কোটি টাকায় উন্নীত করার দাবি জানানো হয়। কেন্দ্রীয় ব্যাংক সে বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছিল।

ওই দাবির আলোকেই মঙ্গলবার সার্কুলার জারি করা হয়েছে বলে জানান ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আহসান।

সার্কুলারে বলা হয়েছে, গৃহ নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি, দেশে উচ্চতর মধ্যবিত্ত গোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, মাথাপিছু আয় বৃদ্ধি এবং আবাসনের বর্ধমান চাহিদার প্রেক্ষাপট বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে ঋণ ও মূলধনে অনুপাত আগের মতোই ৭০: ৩০ রাখা হয়েছে। অর্থাৎ ১ কোটি টাকার ফ্ল্যাটে ব্যাংক ৭০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করতে পারবে। বাকি ৩০ লাখ টাকা দিতে হবে গ্রাহককে।


গাড়িবাড়ি ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, নভেম্বর ১৯, ২০১৯ ১০:০৩ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!