ট্রেনের নতুন সময় সূচি
ট্রেনের নতুন সময়সূচি অনুযায়ী শুক্রবার থেকে চলাচল করবে বাংলাদেশের ট্রেনগুলো। এর মধ্যে ঢাকা থেকে রেলওয়ের পূর্ব ও পশ্চিমাঞ্চলগামী ৩৫টি আন্তনগর ট্রেনও রয়েছে। রেলওয়ে বলছে, ট্রেনের শিডিউল ঠিক রাখতে এবং যাত্রীসেবার বিষয়টি বিবেচনায় এনে ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
রেলওয়ের তথ্য অনুযায়ী, দেশে প্রায় সব আন্তনগর, মেইল ও কমিউটার ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এগুলোর মধ্যে ডজনখানেক ট্রেনের সময় ৩০ মিনিট থেকে দেড় ঘণ্টা পর্যন্ত পরিবর্তন করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম রুটের সুবর্ণ এক্সপ্রেসের সময় দেড় ঘণ্টা পরিবর্তন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান প্রথম আলোকে বলেন, সারা দেশে চলাচলকারী প্রায় সব ট্রেনের সময়সূচিতে কিছু না কিছু পরিবর্তন করা হয়েছে। তবে ৬৭টি ট্রেনের সময়সূচিতে ৫ মিনিট থেকে এক ঘণ্টা বা তারও বেশি আগানো অথবা পেছানো হয়েছে।
শিডিউল ধরে রাখার জন্য ট্রেন চলাচলের সময়সূচিতে এ পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলের নয়টি আন্তনগর ট্রেন নতুন করে ১৫টি স্টেশনে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
#এসএস/বিবি/১০ ০১ ২০২০
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি