পাকিস্তানে অনূর্ধ্ব-১৬

পাকিস্তানে অনূর্ধ্ব-১৬

 


অনেক জল্পনা কল্পনার পর পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সফরে দুটি তিন দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে তারা। ২১ অক্টোবর ঢাকা ত্যাগ করে বাংলাদেশ দল।

এর আগের দিন সাংবাদিকদের অধিনায়ক জানান, নিরাপত্তার বিষয়টি ম্যানেজমেন্টের হাতে ছেড়ে দিয়ে তারা কেবল ভালো খেলার কথাই মাথায় রাখছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল: তানভির আলম, অনিক চাকি, নাঈম আহমেদ (অধিনায়ক), রেদোয়ান হোসেন, আমির হোসেন, মিনহাজুল হাসান, তৌহিদুল ইসলাম, মাজহার হক, আরাফাত ইসলাম, লিমন হোসেন, শামসুল ইসলাম, আহসান হাবিব, মুশফিক হাসান, আশিকুর জামান, আহমদ শরীফ।

অপেক্ষমান: নাসিম ইসলাম, হানিফ বিশ্বাস, রকিবুল ইসলাম, ফাহিম হাবিব, ফয়সাল খান

তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে আমরা ভাবছি না। আমরা যাচ্ছি খেলতে। পারফরম করা নিয়ে আমরা ভাবছি। প্রথমবারের মতো দেশের বাইরে কোথাও খেলতে যাচ্ছি, সেই রোমাঞ্চটা কাজ করছে।”

‘দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে জিতেছিলাম, এবার লক্ষ্য থাকবে ওখান থেকে জিতে ফেরা। দেশকে প্রতিনিধিত্ব করব। দেশের জন্য ভালো খেলতে চাই।”

ক্যাটেগরী: খেলা

ট্যাগ: খেলা

খেলা ডেস্ক, বিবি বুধ, অক্টোবর ২৩, ২০১৯ ১:৩২ পূর্বাহ্ন

Comments (Total 0)