বাড়ছে বিটকয়েনের দাম
বিটকয়েন বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি। যার দর গত ১৪ মার্চ ইতিহাসে প্রথমবারের মতো ৭৩ হাজার ডলার ছাড়িয়েছিলো। এরপর দাম কিছুটা কমে উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন চলছিলো। তবে আবারো বাড়তে শুরু করেছে বিটকয়েনের দাম। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে মুদ্রাটি ৭১ হাজার ৩৫০ ডলারে লেনদেন চলছিলো।
ক্রিপ্টোকারেন্সি লেনদেনের জনপ্রিয় ওয়েবসাইট ‘বাইন্যান্স’ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত একদিনে বিটকয়েনের দাম বেড়েছে সাড়ে ৪ শতাংশ। আলোচ্য এই সময়ে সর্বোচ্চ ৭১ হাজার ৯৭৯ ডলারের লেনদেন হয়েছিলো। এছাড়া সর্বনিম্ন লেনদেন হয়েছে ৬৬ হাজার ৭৫৩ ডলারে।
২০২৩ সালের শুরুতে বিটকয়েনের দাম ছিল মাত্র ১৬ হাজার ৫০০ ডলার। এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে বিটকয়েনের দাম ৬৯ হাজার মার্কিন ডলারে উঠেছিল।
চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ক্রিপ্টোকারেন্সি স্টার্টআপগুলো তহবিল সংগ্রহের ক্ষেত্রে আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য সাড়া পেয়েছে। এ সময় ভেঞ্চার ক্যাপিটাল থেকে পাওয়া বিনিয়োগ প্রতিশ্রুতি ২৪০ কোটি ডলার ছুঁয়েছে। এ নিয়ে টানা দ্বিতীয় প্রান্তিকের মতো এ পরিমাণ বিনিয়োগ পেয়েছে খাতটি। খবর রয়টার্স।
#তমহ/বিবি/২৫মে২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি