সহজের শেয়ার কিনবে এডিএন

সহজের শেয়ার কিনবে এডিএন

সহজ লিমিটেডের (সহজ) ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড। আর সম্প্রতি অনলাইন বাস ও ট্রেনের টিকিট বিক্রি এবং পণ্য পরিবহন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সহজ এর শেয়ার অধিগ্রহণের লক্ষ্যে ১২ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি সব নীতিমালা পরিপালন সাপেক্ষে সহজের ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে এডিএন টেলিকম। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ার। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৭২ কোটি ১৬ লাখ টাকা। তাদের মোট ছয় কোটি ৪৬ লাখ ৫১ হাজার ৬৬৬ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪৪ দশমিক ৯১ শতাংশ, প্রাতিষ্ঠানিক ১৮ দশমিক ৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর কাছে এক দশমিক ৯৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩৪ দশমিক ৩৬ শতাংশ শেয়ার রয়েছে।

#তমহ/বিবি/০৯জুন২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, জুন ৮, ২০২৩ ৪:০১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!