ক্ষতিপূরণ দিচ্ছে বোয়িং

ক্ষতিপূরণ দিচ্ছে বোয়িং

দুটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের দুর্ঘটনা সম্পর্কে বিনিয়োগকারীদের বিভ্রান্ত করায় ২০ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে বোয়িং। অভিযোগের তদন্তকারী মার্কিন স্টক মার্কেটের নিয়ন্ত্রক সংস্থা বলছে, এভিয়েশন জায়ান্ট বোয়িং ও এর সাবেক প্রধান নির্বাহী ডেনিস মুইলেনবার্গ নিরাপত্তার সমস্যা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়েছিলেন। খবর বিবিসি।

দুটি দুর্ঘটনায় ৩৪৬ জনের মৃত্যুর পর ৭৩৭ ম্যাক্স ২০ মাসের জন্য বসিয়ে রাখা হয়।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান গ্যারি গেনসলার এক বিবৃতিতে বলেন, সঙ্কট ও দুঃখজনক পরিস্থিতিতে পাবলিক কোম্পানি ও নির্বাহীরা বাজারে পূর্ণ, ন্যায্য ও সত্য তথ্য দিয়ে থাকে। বোয়িং ও মুইলেনবার্গ এই মৌলিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে।

বোয়িং ও মুইলেনবার্গ উভয়ই নিয়ন্ত্রক সংস্থার এই অভিযোগ স্বীকার বা অস্বীকার কিছুই করেনি। তবে তারা ক্ষতিপূরণের অর্থ দিতে সম্মত হয়েছে।

#তমহ/বিবি/২৩ ০৯ ২০২২


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, সেপ্টেম্বর ২২, ২০২২ ৯:০২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!