তবুও সূচক বৃদ্ধি

তবুও সূচক বৃদ্ধি

দেশের পুঁজিবাজারে গত কয়েক কার্যদিবসে টানা দাম বাড়তে থাকে। বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম গতকাল মঙ্গলবার কিছুটা কমেছে। এতে দাম বাড়ার থেকে কমার তালিকায় স্থান করে নিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এরপর বেড়েছে মূল্যসূচক। এর মাধ্যমে চলতি সপ্তাহের তিন কার্যদিবসেই সূচক বেড়েছে।

এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যে কয়টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, কমেছে তার প্রায় দ্বিগুণ। পাশাপাশি লেনদেনের পরিমাণ কিছুটা কমলেও এক হাজার ৬৫০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। একই সঙ্গে সব মূল্যসূচক বেড়েছে।

গতকাল ডিএসইতে দিনের লেনদেন শেষে দাম বাড়ার তালিকায় স্থান করে নিয়েছে ১৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ২১৪টির। আর ৩৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৪৬ পয়েন্টে উঠে এসেছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৩৮৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ৩০ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৩ পয়েন্টে অবস্থান করছে।

সব মূল্যসূচক বাড়ার দিনে ডিএসইতে এক হাজার ৬৫১ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় এক হাজার ৬৫৪ কোটি ৭৮ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে ২ কোটি ৯৬ লাখ টাকা। এর মাধ্যমে টানা তিন কার্যদিবস দেড় হাজার কোটি টাকার বেশি লেনদেন এই লেনদেনে সব থেকে বেশি অবদান রেখেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার। কোম্পানিটির ৮৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার লেনদেন হয়েছে ৫৬ কোটি ৯৫ লাখ টাকার। ৫৫ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ফু ওয়াং ফুড।

#তমহ/বিবি/০৭ফেব্রুয়ারি২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ফেব্রুয়ারী ৬, ২০২৪ ৯:৫০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!