টেলিযোগাযোগে আয় বৃদ্ধি

টেলিযোগাযোগে আয় বৃদ্ধি

২০২২ সালের শেষ ছয় মাস তথা জুলাই ডিসেম্বর সময় ব্যবসায়িকভাবে ভালো কেটেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানিগুলোর। আলোচ্য সময়ে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় এ খাতের কোম্পানিগুলোর আয় বেড়েছে। পাশাপাশি এ সময়ে অধিকাংশ কোম্পানির কর পরবর্তী নিট মুনাফায়ও প্রবৃদ্ধি হয়েছে।

তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানির সংখ্যা ৩টি। কোম্পানিগুলো হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল), গ্রামীণফোন লিমিটেড ও রবি আজিয়াটা লিমিটেড। এর মধ্যে বিএসসিসিএলর হিসাব বছর গণনা করা হয় জুলাই জুন সময়ে এবং বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন ও রবির হিসাব বছর গণনা করা হয় জানুয়ারি ডিসেম্বর সময়ে।

গত বছরের জুলাই ডিসেম্বর সময়ে টেলিযোগাযোগ খাতের কোম্পানি বিএসসিসিএলের মোট আয় হয়েছে ২৬২ কোটি টাকা। এর আগের বছরের একই সময়ে এ আয় ছিল ২০৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে ২৯ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৪৩ কোটি টাকা। এর আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ১১৩ কোটি টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ২৬ দশমিক ৫৫ শতাংশ। গত বছরের শেষ ছয় মাসে মুনাফা বাড়ার কারণ হিসাবে কোম্পানিটি জানিয়েছে, এ সময়ে তাদের ব্যবসা বাড়ার পাশাপাশি দক্ষ ব্যবসায়িক কার্যক্রমের জন্য নিট মুনাফায়ও প্রবৃদ্ধি হয়েছে।

#তমহ/বিবি/১১মার্চ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: শুক্র, মার্চ ১০, ২০২৩ ৭:৪০ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!