সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে সুপারশপ কাঁচাবাজার

সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকবে সুপারশপ কাঁচাবাজার

সন্ধ্যা ছয়টার পর সুপারশপ ও কাঁচাবাজার বন্ধের ব্যাপারেও নির্দেশনা দিল সরকার। এর পর আর কোনো দোকানপাট, সুপারশপ বা কাঁচাবাজার খোলা থাকবে না।

শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়। এর আগে শুক্রবার এক প্রজ্ঞাপনে জানানো হয় সন্ধ্যা ছয়টার পর কেউ বের হতে পারবে না। ওই সময় কেউ বাইরে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ৬ এপ্রিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, স্বীকৃত কাঁচাবাজার ও সুপারশপগুলো প্রতিদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে। তাই এ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এখন সেটি একঘণ্টা এগিয়ে আনা হয়েছে।

এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, ‘আমরা যে সার্কুলারটি দিয়েছি এটিতে নির্বাহী সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন রয়েছে। অন্য কোনো নির্দেশনা থাকলে তারা সেটা সংশোধন করে নেবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ে আদেশই বহাল থাকবে এবং সবাইকে তা মানতে হবে।’

গতকাল শুক্রবার পাঁচটি নির্দেশনা পালনের শর্তে চলমান সাধারণ ছুটি আরও ১১ দিন বাড়ানো হয়েছে। সাধারণ ছুটি ও সাপ্তাহিক ছুটি নিয়ে বন্ধ থাকবে ২৫ এপ্রিল পর্যন্ত।

#এসকেএস/বিবি/১১ ০৪ ২০২০


ব্যবসা ডেস্ক, বিবি
Published at: শুক্র, এপ্রিল ১০, ২০২০ ৮:৩১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!