বন্ড ছাড়বে ইসলামী ব্যাংক

বন্ড ছাড়বে ইসলামী ব্যাংক

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৬০০ কোটি টাকার মুদরাবা রিডিমেবল নন কনভার্টেবল সাব অর্ডিনেটেড বন্ড অনুমোদন করা হয়েছে। ডিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭০৮তম কমিশন সভায় এই বন্ড অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, এই বন্ডের মেয়াদ হবে ৭ বছর। এর বৈশিষ্ট হচ্ছে নন কনভার্টেবল, ফুললি রিডিমেবল, ফ্লোটিং রেট, আনসিকিউরিড, আনলিস্টেডে সাব অর্ডিনেটেড বন্ড। অর্থাৎ মেয়াদ শেষে বা ৭ বছর পর বন্ডটির পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না।

বন্ডটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হবে না। এই বন্ড বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিদেশি উন্নয়ন সহযোগী আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান ও উচ্চ সম্পদধারী ব্যাক্তিকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

উল্লেখ্য, কোম্পানিটি বন্ড ইস্যুর মাধ্যমে টিয়ার ২ মূলধন শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ১ লাখ টাকা। বন্ডটির ট্রাস্টি ও লিড অ্যা্রেঞ্জার হিসাবে কাজ করছে যথাক্রমে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

#এসএস/বিবি/২৭ ১১ ২০১৯


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, নভেম্বর ২৬, ২০১৯ ১০:৪৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!