চট্টগ্রামে চলবে ১০০ এসি বাস

চট্টগ্রামে চলবে ১০০ এসি বাস

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) ৫২তম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২০২০ সালের জানুয়ারিতে চট্টগ্রাম নগরীর তিনটি রুটে ১০০ শীতাতপ নিয়ন্ত্রিত বাস নামানো হবে।

২০ নভেম্বর থিয়েটার ইনস্টিটিউট হলে মেয়র এ তথ্য জানান। সভায় মেয়র বলেন, নগরীতে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই বাস চালু করবে সিসিসি। জানুয়ারিতে তিনটি সড়কে এই বাসগুলো চলাচল করবে।

“প্রাথমিক পর্যায়ে তিন রুটে মোট ১০০টি এসি বাস রাস্তায় নামানো হবে। নগরীর কালুরঘাট থেকে পতেঙ্গা, ভাটিয়ারী থেকে লালদিঘী এবং নিউ মার্কেট থেকে ফতেয়াবাদ, এই তিন রুটে পরীক্ষামূলকভাবে পরিচালিত হবে। আউটসোর্সিং এর মাধ্যমে এগুলো চালানো হবে।”

একেকটি রুটের বাসের একেক রং হবে জানিয়ে তিনি বলেন, “এতে বিশৃঙ্খলা দূর হবে। নগরীর সৌন্দর্য অনেকগুণ বৃদ্ধি পাবে।” এই প্রকল্পের আওতায় ২০০ বাস চালুর পরিকল্পনা জানিয়ে মেয়র বলেন, চলতি বছর ডিসেম্বরের মধ্যে বাসগুলো দেশে চলে আসবে।

এছাড়া বিজয় দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে চট্টগ্রামের গেজেটভুক্ত ১৫০ জন মুক্তিযোদ্ধাকে সিসিসি সংবর্ধনা দেবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়।

#এসএস/বিবি/২২ ১১ ২০১৯


দেশজুড়ে ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, নভেম্বর ২১, ২০১৯ ৭:৩৫ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!