করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

করোনায় মৃতের সংখ্যা ২৫ হাজার ছাড়াল

মহামারি করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৫ হাজারের কোটা ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচ লাখের কোটা পেরিয়েছে। শুক্রবার রাতে জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে করোনায় ২৫ হাজার ৩৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৫৩ হাজার ২৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যায় চীন ও ইতালিকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্ত ৮৫ হাজার ৯০৬ জন, মারা গেছেন এক হাজার ৩০৭ জন।

ইতালিতে মোট আক্রান্ত ৮০ হাজার ৫৮৯ জন, মারা গেছেন আট হাজার ২১৫ জন।

স্পেনে মোট আক্রান্ত হয়েছেন ৬৪ হাজার ৫৯ জন, মারা গেছেন চার হাজার ৮৫৮ জন।

এছাড়া ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যে নেদারল্যান্ডসে ৫৪৬, বেলজিয়ামে ২৮৯, সুইজারল্যান্ডে ২০৭, সুইডেনে ৯২, পর্তুগালে ৭৬, অস্ট্রিয়ায় ৫৮, ডেনমার্কে ৫২ এবং আয়ারল্যান্ডে ১৯, রোমানিয়ায় ২৪ এবং গ্রিসে ২৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

এশিয়ায় ইরানের অবস্থা আরও নাজুক হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় ১৪৪ জনের প্রাণহানি হয়েছে; আক্রান্তও প্রায় তিন হাজার।

অস্ট্রেলিয়ায় ১৩ জনের মৃত্যু হয়েছে। কানাডায় মৃত্যু হয়েছে ৩৯ জনের এবং ব্রাজিলে সেই সংখ্যাটা ৭৭। দক্ষিণ কোরিয়ায় প্রকোপ শুরু হলেও দেশটি তা নিয়ন্ত্রণ করেছে ভালোভাবেই। তবে সেখানেও ১৩৯ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া ইন্দোনেশিয়ায় ৮৭ এবং জাপানে ৪৭ জন করোনায় মারা গেছেন।

প্রতিবেশী ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৮০০ ছাড়ানোর পাশপাশি, মৃত্যুর সংখ্যা গিয়ে ঠেকেছে ২০ জনে। দেশটি এখন ২১ দিনের লকডাউনে আছে। এছাড়া পাকিস্তানে আক্রান্তের প্রায় ১৩শ। আক্রান্তদের মধ্যে ৯ জন মারা গেছেন। ফিলিপাইনে করোনায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন; আক্রান্ত আট শতাধিক।

বাংলাদেশে নতুন আরও চারজন নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন।


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, মার্চ ২৬, ২০২০ ১১:৫১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!