পরিত্যক্ত পাকিস্তানের তৃতীয় টি টোয়েন্টি

পরিত্যক্ত পাকিস্তানের তৃতীয় টি টোয়েন্টি

আজ লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে তৃতীয় ম্যাচ। বাংলাদেশ সময় বেলা তিনটায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বেরসিকের মতো বাদ সেধেছে বৃষ্টি। বৃষ্টির কারণে টস করাই যায়নি।

ম্যাচ শুরু হওয়ার সম্ভাব্য শেষ সময় স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টা ধরা হয়েছিল। অর্থাৎ বাংলাদেশ সময় সাড়ে ৫টার মধ্যে খেলা শুরু করা না গেলে এ ম্যাচ পরিত্যক্ত ঘোষিত হবে—এমনটা বলা হয়েছিল। বৃষ্টি থামার কোনো সম্ভাবনা না দেখা দেওয়ায় নির্ধারিত সময়ের ৩৫ মিনিট আগেই খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফলে ২ ০ ব্যবধানে সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল।

কোচ রাসেল ডমিঙ্গো দ্বিতীয় ম্যাচের পরপরই দলে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন। বলেছিলেন সফরে আসা প্রতিটি খেলোয়াড়কেই তিনি ব্যবহার করতে চান। সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে তিনটি পরিবর্তন আনার কথা ছিল একাদশে। অভিষেকের সম্ভাবনা জেগেছিল পেসার হাসান মাহমুদের। কিন্তু বৃষ্টি সব পরিকল্পনা ভাসিয়ে দিয়েছে।

#এসএস/বিবি/২৭ ০১ ২০২০


খেলা ডেস্ক, বিবি
Published at: রবি, জানুয়ারী ২৬, ২০২০ ৯:৪৯ অপরাহ্ন
Category: খেলা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!