রুশ বিজ্ঞানীদের আবিষ্কারের কথা…

রুশ বিজ্ঞানীদের আবিষ্কারের কথা…

ঢাকায় রুশ বিজ্ঞান ও সংস্কৃতিকেন্দ্র (আরসিএসসি) প্রখ্যাত রুশ বিজ্ঞানীদের নিয়ে একটি ভার্চুয়াল আয়োজন সম্পন্ন করেছে। এখানে তাদের আবিষ্কৃত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়।

গত ২৫ জুলাই শনিবার আরসিএসসির ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন (বিএএ) যৌথভাবে এই আয়োজন পরিচালনা কর। ‘বিখ্যাত রাশিয়ান বিজ্ঞানী ও তাদের আবিষ্কার’ শীর্ষক একটি অনলাইন উপস্থাপনা ছিলো এতে। ছিলো ভার্চুয়াল প্রদর্শনীর ব্যবস্থা।

এই কর্মসূচি সম্পর্কে আরসিএসসির পরিচালক ম্যাক্সিমম দোব্রখোতোভ বলেন, রাশিয়া অনেক বিশ্বখ্যাত বিজ্ঞানীর আবাসভূমি। তাদের অনেক আবিষ্কার বিভিন্ন ক্ষেত্রে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিএএ সভাপতি মাশুরুল আমিন বলেন, এ আয়োজনরে মাধ্যমে বাংলাদেশের মানুষ রাশিয়ার বিজ্ঞানীদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার সুযোগ পেয়েছে। ভবিষ্যতে এ জাতীয় বিজ্ঞান ও শিক্ষামূলক অনুষ্ঠানে পাশে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

বিবি/২৮ ০৭ ২০২০/টিএমএইচ


প্রযুক্তি ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, জুলাই ২৮, ২০২০ ১১:২১ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!