ট্রাম্পের কারণে দাম বৃদ্ধি

ট্রাম্পের কারণে দাম বৃদ্ধি

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমকে শেয়ারবাজারে তালিকাভুক্ত করার কাজে নিয়োজিত ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন কোম্পানির শেয়ারের দাম বেড়ে গেছে। সোমবার (২২ জানুয়ারি) প্রায় ৫৫ শতাংশ দাম বেড়ে এই শেয়ারের দাম এখন ৪১ ডলার।

রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

ফ্লোরিডের গভর্নর রন ডিস্যান্টিস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবর প্রকাশিত হওয়ার পর শেয়ারটির দাম বাড়তে থাকে। এদিন ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন কোম্পানির শেয়ারের দাম গত ১৯ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠে। প্রায় ৫৫ শতাংশ দাম বেড়ে এই শেয়ারের দাম এখন ৪১ ডলার।

#তমহ/বিবি/২৮জানুয়ারি২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, জানুয়ারী ২৮, ২০২৪ ১২:৫৮ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!