দেনা পরিশোধে ২২৮ কোটি ডলার

দেনা পরিশোধে ২২৮ কোটি ডলার

গত সাড়ে তিন মাসে রিজার্ভ থেকে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) দুই দফা দেনা শোধ করা হয়েছে প্রায় ২২৮ কোটি ডলার। নভেম্বরের প্রথম সপ্তাহে আকুর সেপ্টেম্বর ও অক্টোবরের দায় পরিশোধ করতে হবে। তখন রিজার্ভ আরও কিছুটা কমতে পারে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই মাসের শুরুর দিন নিট রিজার্ভ ছিল ২ হাজার ৪৭৫ কোটি ডলার। বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ১০৭ কোটি ডলারে। আলোচ্য সময়ে রিজার্ভ কমেছে ৩৬৮ কোটি ডলার। আর জুলাইয়ের শুরুতে গ্রস রিজার্ভ ছিল ৩ হাজার ১২০ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে তা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৬৮৫ কোটি ডলারে। সে হিসাবে আলোচ্য সময়ে রিজার্ভ কমেছে ৪৬২ কোটি ডলার।

অক্টোবরের প্রথম দুই সপ্তাহে নিট রিজার্ভ কমেছে ৮ কোটি ডলার। ২৭ সেপ্টেম্বর নিট রিজার্ভ ছিল ২ হাজার ১১৫ কোটি ডলার। ওই সময়ে গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৭০৬ কোটি ডলার। গ্রস রিজার্ভ কমেছে ২১ কোটি ডলার।

এদিকে গত এক সপ্তাহের ব্যবধানে দেশের নিট রিজার্ভ ২ কোটি ডলার বেড়েছে। তবে ১ কোটি ডলার কমেছে গ্রস রিজার্ভ। অক্টোবরের ৫ তারিখ পর্যন্ত নিট রিজার্ভ ছিল ২ হাজার ১০৫ কোটি ডলার ও গ্রস রিজার্ভ ছিল ২ হাজার ৬৮৬ কোটি ডলার।

#তমহ/বিবি/১৫ ১০ ২০২৩


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শনি, অক্টোবর ১৪, ২০২৩ ১:৪১ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!