ব্রেন্ডন টেলর নিষিদ্ধ...

ব্রেন্ডন টেলর নিষিদ্ধ...

স্পট ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় সব ধরণের ক্রিকেট থেকে সাড়ে তিন বছরের জন্য ব্রেন্ডন টেলরকে নিষিদ্ধ করেছে আইসিসি।

২৮ জানুয়ারি শুক্রবার এক বিবৃতিতে টেলরের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। অর্থাৎ আগামী সাড়ে তিন বছর ঘরোয়া কিংবা আন্তর্জাতিক, কোনো ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এই উইকেটকিপার ব্যাটার।

গত সোমবার টেইলর দাবি করেছেন, স্পন্সরশিপ ও জিম্বাবুয়েতে একটি টি টোয়েন্টি লিগ চালু করার বিষয়ে আলোচনার জন্য, ২০১৯ এর অক্টোবরে তাকে ভারতে ডেকেছিল এক ব্যবসায়ী। সেখানে ব্ল্যাকমেইল করে আন্তর্জাতিক ক্রিকেটে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়া হয়েছিল। সাথে মাদক গ্রহণ করেন সেখানে। সেই বিষয়টি গেল সপ্তাহে আইসিসিকে জানান টেইলর।

পরে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা সাড়ে তিন বছরের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেন সাবেক জিম্বাবুয়ে অধিনায়ককে।

#বিবি/তমহ/২৮ ০১ ২০২২


খেলা ডেস্ক, বিবি
Published at: বৃহঃ, জানুয়ারী ২৭, ২০২২ ৭:৩৬ অপরাহ্ন
Category: খেলা
Share with others:

Recent Posts

Recently published articles!