ধর্মঘটে ক্রিকেটাররা

ধর্মঘটে ক্রিকেটাররা

বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন বাংলাদেশ জাতীয় দলের খেলা ক্রিকেটাররা। ২১ অক্টোবর মিরপুরে বিসিবি কার্যালয়ে জড়ো হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দেন ক্রিকেটাররা।

সংবাদ সম্মেলন করে দাবি দাওয়া উপস্থাপন করেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, নাঈম ইসলাম, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহানসহ অনেক ক্রিকেটার। আরো উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু প্রমুখ।

তাদের দাবি, আন্তর্জাতিক ম্যাচসহ ঘরোয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে ম্যাচ ফি বাড়াতে হবে। বিপিএল, ডিপিএলে আগের মতোই পারিশ্রমিক দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ম্যাচ খেলবেন না বলে ঘোষণা দেন টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।

সাকিব আল হাসান বলেন, ‘এনসিএলের ম্যাচ ফি ১ লাখ টাকা করতে হবে। এনসিএলসহ ঘরোয়া ক্রিকেটে যারা খেলেন তারা সবাই এই আন্দোলনের সাথে যুক্ত আছেন। যদি আমাদের নারী দলের ক্রিকেটাররা এই আন্দোলনের সাথে যোগ দিতে চান তাহলে আসতে পারেন। আমরা তাদের দাবিগুলোও তুলে ধরব। আর আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা কোনো ধরনের ক্রিকেটে অংশ নিব না।’

তামিম ইকবাল বলেন, ‘ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটাররাই জড়িত নন। এর সাথে গ্রাউন্ডসম্যানরাও ওতপ্রোতভাবে জড়িত। আপনারা দেখেছেন যে, তারা সারাদিন কাজ করে। অথচ মাস শেষে পাঁচ ছয় হাজার টাকা বেতন পান। তাছাড়া আমরা আমাদের দেশের কোচদেরও প্রোমোট করি না। দেখা যাবে, বিদেশি একজন কোচের বেতন যা আমাদের দেশের ২০ জন কোচ মিলে সেই বেতন পান।’

এনামুল হক বিজয় বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে যাতে করে আমরা বেশি ম্যাচ খেলতে পারি। আগে এনসিএল টুর্নামেন্টের মাঝে ৫০ ওভারের একটি টুর্নামেন্ট হতো। আমরা এনসিএল ম্যাচ খেলে ৫০ ওভারের ম্যাচ খেলার সুযোগ পেতাম। তাছাড়া বিপিএল শুরুর আগে ঘরোয়াভাবে আরেকটি টি টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে হবে।’
#এসএস/বিবি/২১ ১০ ২০১৯


খেলা প্রতিবেদক, বিবি
Published at: সোম, অক্টোবর ২১, ২০১৯ ৯:৫৫ পূর্বাহ্ন
Category: খেলা
Share with others:

Recent Posts

Recently published articles!