১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রাইম ব্যাংক লিমিটেড এর ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০ মে, ২০২১ সকাল ১১:০০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। ২৯৯ জন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, স্বতন্ত্র বিশ্লেষক, নিরীক্ষক, পর্যবেক্ষক এবং ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উক্ত বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন।

প্রাইম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব তানজিল চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে নির্বাহী কমিটির চেয়ারম্যান জনাব জাইম আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব শামসুদ্দীন আহমেদ পিএইচ.ডি, এনআরসি ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি এম খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান ও বিএপিএলসি এর প্রেসিডেন্ট জনাব আজম জে চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশীদ সভায় উপস্থিত ছিলেন।

শেয়ারহোল্ডারবৃন্দ ২০২০ সালের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ, একই সাথে পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণ, পরিচালকবৃন্দের নিয়োগ ও পুনর্নিয়োগ, বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নিরীক্ষক এবং কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।

#তমহ/বিবি/২২ ০৫ ২০২১


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: শুক্র, মে ২১, ২০২১ ৬:৪১ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!