লিটন মুশফিকের র‌্যাংকিংয়ে উন্নতি

লিটন মুশফিকের র‌্যাংকিংয়ে উন্নতি

টাইগাররা কলকাতার টেস্টের ব্যর্থ হলেও একাই লড়েছেন মুশফিকুর রহিম। সর্বোচ্চ ১৮১ রান করেছেন তিনি। মুশফিকের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮০ রান করেন লিটন দাস। দল সফল না হলেও, ব্যক্তি সফলতা ঠিকই পেয়েছেন লিটন মুশফিক। র‌্যাংকিংয়ে এগিয়েছেন এই দুই টাইগার ব্যাটসম্যান।

কাছাকাছি সময়ে শেষ হয়েছে তিনটি টেস্ট। কলকাতায় স্বাগতিক ভারত বাংলাদেশকে হারিয়েছে ইনিংস ও ৪৬ রানে, গ্যাবায় স্বাগতিক অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারিয়েছে ইনিংস ও ৫ রানে, মাউন্ট মাউঙ্গানুইয়ে স্বাগতিক নিউজিল্যান্ড ইংল্যান্ডকে হারিয়েছে ইনিংস ও ৬৫ রানে। তিন টেস্ট শেষ হবার পর আইসিসি হালনাগাদ করেছে র‍্যাংকিং।

ইনদোর টেস্টের দুই ইনিংসে থাক্রমে ৪৩ ও ৬৪ রান করা মুশফিকুর রহিম ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে এগিয়েছিলেন ৫ ধাপ। ৬০০ রেটিং পয়েন্ট নিয়ে ছিলেন ৩০ নম্বরে। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম ইনিংসে কোন রান না করে আউট হওয়া মুশফিক দ্বিতীয় ইনিংসে করেছেন ৭৪ রান। আর তাতে এগিয়েছেন আরো ৪ ধাপ। ৬১৪ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ২৬ নম্বরে এখন মুশফিকুর রহিম।

ইনদোর টেস্টে দুই ইনিংসে ২১ ও ৩৫ রান করা লিটন দাস এগিয়েছিলেন ৬ ধাপ। ৩৯৪ রেটিং পয়েন্ট নিয়ে ৮৬ নম্বরে ছিলেন লিটন দাস। বাউন্সারে আঘাত পেয়ে মাঠ ছাড়ার আগে কলকাতায় লিটন খেলছিলেন দারুণ। ২৪ রান করে ছিলেন অপরাজিত। আর তাতেই ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন তিনি। ৪১৭ রেটিং পয়েন্ট নিয়ে ৭৮ নম্বরে অবস্থান করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

#এসএস/বিবি/২৬ ১১ ২০১৯


খেলা ডেস্ক, বিবি
Published at: সোম, নভেম্বর ২৫, ২০১৯ ৯:৪১ অপরাহ্ন
Category: খেলা
Share with others:
ad

Recent Posts

Recently published articles!