রোলস-রয়েসে ছাঁটাই?

রোলস-রয়েসে ছাঁটাই?

বিশ্বব্যাপী দুই হাজার ৫০০ কর্মী ছাঁটাই করতে চলেছে জেট ইঞ্জিন প্রস্তুতকারক কোম্পানি রোলস-রয়েস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তুফান এরগিনবিলজিক এ ঘোষণা দিয়েছেন। খবর: এপি।

এরগিনবিলজিক বলেন, কর্মী ছাঁটাইয়ের উদ্দেশ্য রোলস-রয়েসকে আরও গতিশীল ও প্রতিষ্ঠিত করে তোলা। তবে কোন অঞ্চলের কর্মীদের ছাঁটাই করা হবে, তা উল্লেখ করেনি ব্রিটিশ কোম্পানিটি।

ইংল্যান্ডের ডার্বিতে রোলস-রয়েসের প্রধান দপ্তর অবস্থিত। এর প্রায় অর্ধেক, অর্থাৎ ৪২ হাজার কর্মী ব্রিটেনে বাস করেন।

কোম্পানি সিইও বলেন, এর ফলে কোম্পানিটি আরও শক্তিশালী হবে। আমরা রোলস-রয়েসকে ভবিষ্যতের জন্য উপযুক্ত করে তুলতে চাই।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নতুন আরেকটি কোম্পানি খুলতে পারে রোলস-রয়েস। এর মাধ্যমে খরচ কমে আসবে। একই সঙ্গে সরবরাহ শৃঙ্খল ঠিক থাকবে।

এর আগে কভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালে ৯ হাজার কর্মী ছাঁটাই করে রোলস-রয়েস।

#তমহ/বিবি/১৯-১০-২০২৩

ক্যাটেগরী: ব্যবসা

ট্যাগ: ব্যবসা

ব্যবসা ডেস্ক, বিবি বুধ, অক্টোবর ১৮, ২০২৩ ২:২৩ অপরাহ্ন

Comments (Total 0)