বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা

২০১৯ সালে সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এবার ১০ কবি ও লেখক বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন।

এ বছর পুরস্কারপ্রাপ্তরা হলেন কবিতায় মাকিদ হায়দার, কথাসাহিত্যে ওয়াসি আহমেদ, প্রবন্ধ ও গবেষণায় স্বরোচিষ সরকার, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে রফিকুল ইসলাম বীর উত্তম, অনুবাদ সাহিত্যে খায়রুল আলম সবুজ, আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণে ফারুক মঈনউদ্দীন, বিজ্ঞান/কল্পবিজ্ঞানে নাদিরা মজুমদার, নাটকে রতন সিদ্দিকী, শিশুসাহিত্যে রহীম শাহ এবং ফোকলোরে সাইমন জাকারিয়া।

২ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে পুরস্কার তুলে দেন। পুরস্কার হিসেবে তাদের প্রত্যেককে ৩ লাখ টাকা, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

#এসএস/বিবি/০৫ ০২ ২০২০


শিল্পকলা ডেস্ক, বিবি
Published at: মঙ্গল, ফেব্রুয়ারী ৪, ২০২০ ৮:০১ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!