টালমাটাল এশিয়ার শেয়ারবাজার...
বিশ্বজুড়ে চলমান অর্থনৈতিক অস্থিরতা, ইউরোপে জ্বালানি ঘাটতি এবং চীনে আবারো করোনার লকডাউনের প্রভাবে টালমাটাল এশিয়ার শেয়ারবাজার। টানা পতনের ফলে মঙ্গলবার দুই বছরের সর্বনিম্ন অবস্থায় ঠেকেছে এই অঞ্চলের স্টক এক্সচেঞ্জগুলো। এছাড়াও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশের কঠোর মুদ্রানীতিও প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
২০২০ সালে করোনার প্রভাব বিশ্ব অর্থনীতি দুমড়ে মুচড়ে দেয়। লকডাউনের কারণে দেশে দেশে বন্ধ থাকে উৎপাদন, আমদানি রপ্তানিসহ বিশ্ব বাণিজ্য। যার নিশ্চিত প্রভাবে কাবু হয়ে পড়ে বিশ্ব পুঁজিবাজারে। তবে টিকাদান শুরুসহ বিভিন্ন পদক্ষেপে বারবারই ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল স্টক এক্সচেঞ্জগুলো।
করোনার প্রভাব কাটতে না কাটতেই চলতি বছর শুরু হয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। ফলে আবারো মন্দার কবলে পুঁজিবাজারগুলো। মঙ্গলবার জাপান বাদে এশিয়া প্যাসিফিক অঞ্চলের সার্বিক এমএসসিআই সূচক ১ দশমিক ৩ ভাগ কমার পর দুই বছরের সর্বনিম্ন অবস্থায় নেমে এসেছে এশিয়ার পুঁজিবাজারগুলো। আর জাপানের নিক্কেই সূচক কমেছে ২ শতাংশ। অন্যদিকে, সোমবারও সূচক পতনে লেনদেন শেষ হয়েছে মার্কিন শেয়ারবাজারে।
এদিকে অর্থনৈতিক মন্দার আশংকায় মার্কিন ডলারের সাথে সমতার দিকে যাচ্ছে ইউরোর দর। বর্তমানে মার্কিন ডলারের বিপরীতে ২০ বছরের সর্বনিম্ন অবস্থানে রয়েছে ইউরো। অন্যদিকে, নিরাপদ বিনিয়োগ হওয়ায় ২০০২ সালের পর সর্বোচ্চ অবস্থানে রয়েছে ডলারের চাহিদা। ফলে অন্যান্য মুদ্রার বিপরিতেও আরও শক্তিশালী হয়েছে ডলারের মান।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ায় বিশ্বজুড়ে কয়েক গুণ বেড়েছে নিত্যপণ্য ও জ্বালানির দাম। ফলে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বিভিন্ন দেশ কঠোর মুদ্রানীতি প্রণয়ন, সুদের হার বৃদ্ধিসহ নানা পদক্ষেপ নিচ্ছে। যার সরাসরি প্রভাব বর্তমানে বিশ্ব পুঁজিবাজারগুলোতে পড়ছে বলে মনে করেছেন বিশ্লেষকরা।
#তমহ/বিবি/১২ ০৭ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি