শেয়ারপ্রতি আয় বৃদ্ধি ৪১ পয়সা

শেয়ারপ্রতি আয় বৃদ্ধি ৪১ পয়সা

চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক পিএলসি। আর এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২৪) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৭৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল এক টাকা ৩৩ পয়সা। অর্থাৎ প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় আগের বছরের তুলনায় ৪১ পয়সা বেড়েছে। অন্যদিকে ২০২৪ সালের ৩১ মার্চে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৭ টাকা ৭৮ পয়সা। ২০২৩ সালের ৩১ ডিসেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ছিল ৪৬ টাকা ৩৩ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৭ টাকা ৬০ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৫৮ পয়সা (ঘাটতি)।

‘এ’ ক্যাটেগরির ব্যাংক খাতের এ কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির দুই হাজার কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ২৮ কোটি ২৯ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৩ হাজার ২৮৬ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া বর্তমানে কোম্পানিটির মোট ১০২ কোটি ৮২ লাখ ৯৪ হাজার ২১৮ শেয়ার রয়েছে। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের ৩১ দশমিক ৪৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩০ দশমিক ৪৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীর শূন্য দশমিক ০৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার রয়েছে।
#তমহ/বিবি/১২মে২০২৪


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, মে ১২, ২০২৪ ১১:৩৭ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!