এবার ডিজিটাল ব্যাংক কনসোর্টিয়াম

এবার ডিজিটাল ব্যাংক কনসোর্টিয়াম

১০ বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে ‘‌ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামে একটি ডিজিটাল ব্যাংক স্থাপনের লক্ষ্যে কনসোর্টিয়াম গঠন করা হয়েছে। এ জোটের সদস্য হয়ে ডিজিটাল ব্যাংকে বিনিয়োগের প্রস্তাব ছয়টি ব্যাংকের পর্ষদে অনেক আগেই অনুমোদন পেয়েছিল। বাকি চার ব্যাংকের পর্ষদেও এ প্রস্তাব অনুমোদন হয়েছে। এখন এ তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে জানিয়েছে ব্যাংকগুলো। এ নিয়ে আলোচিত ডিজিটাল ব্যাংকটি গঠনের প্রস্তাব ১০ ব্যাংকের পর্ষদেই অনুমোদন পেল। এ জোটের মাধ্যমে এখন প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকটি গঠনে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন চাওয়া হবে।

‘‌ডিজি ১০ ব্যাংক পিএলসি’ নামের ডিজিটাল ব্যাংকটি গঠনে কনসোর্টিয়ামের সদস্য ১০ ব্যাংক হলো দ্য সিটি ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড, ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

#তমহ/বিবি/১৮আগস্ট২০২৩


Millat Hossain
Published at: বৃহঃ, আগষ্ট ১৭, ২০২৩ ৭:১৯ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!