দেশে করোনায় ৩ জন আক্রান্ত
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানিয়েছেন দেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্ত তিনজনের দু’জন একই পরিবারের। ৮ মার্চ বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মহাখালিতে আইইডিসিআর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য দেন।
এসময় আরো উপস্থিত ছিলেন আইইডিসিআরের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. এএসএম আলমগীর।
তিনি বলেন, ইতালি থেকে আগত বাংলাদেশি দুই নাগরিক দেশে এলে পরীক্ষার পর কভিড ১৯ ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়। এদের একজনের মাধ্যমে পরবর্তীকালে পরিবারের এক সদস্য আক্রান্ত হোন। তিনজনের মধ্যে একজন নারী, দু’জন পুরুষ। এদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।
তবে আক্রান্তদের পরিচয় জানানো হয়নি। এমনকি তারা কোথায় তাও বলেননি।
সবশেষ তথ্য অনুয়ায়ী বিশ্বের ১০২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণগাতী করোনা ভাইরাস। ভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন এক লাখ চার হাজার ৯৪ জন মানুষ। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬০ হাজার ১৯০ জন। আর মারা গেছেন তিন হাজার ৬০০ জন।
#এসকেএস/বিবি/০৮ ০৩ ২০২০
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি