৯ বছরের নীড়ের অবাক করা জয়
পাকিস্তানের পাঁকা দাবাড়ুকে হারিয়েছে বাংলাদেশের ছোট্ট দাবাড়ু। দাবা খেলায় ৯ বছর বয়সী বাংলাদেশের মনন রেজা নীড় পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীর সঙ্গে ড্র করেছেন। পাকিস্তানের এই দাবাড়ুর বয়স ৫৮ বছর। মঙ্গলবার ঢাকায় সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের আসরে ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডে এই চমক দেখায় নীড়।
সার্ক দাবা চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হচ্ছে রাজধানীর পুরানা পল্টনের ফারস হোটেল অ্যান্ড রিসোর্ট এর নিউ সিন্দুরপুর হলে। এদিন ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলায় নীড় কালো ঘুঁটি নিয়ে ৩৪ চালে আন্তর্জাতিক মাস্টার লোদীর সঙ্গে ড্র করে।
নীড় সর্বশেষ জাতীয় প্রতিযোগিতায় প্রথমবার অংশ নিয়ে দশম হন। প্রতিযোগিতায় অংশ নিয়ে রেকর্ড গড়ে সে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী দাবাড়ু হিসেবে জাতীয় দাবায় অংশ নেওয়ার কৃতিত্ব দেখায় মনন রেজা নীড়।
ওপেন বিভাগের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৫ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। অন্যদিকে নারী বিভাগে চারজন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন।
Share with others:
Recent Posts
Recently published articles!
-
রাজধানী ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
পর্যটন ডেস্ক, বিবি