গুজব না ছড়ানোর আহ্বান শিল্পীদের
পদ্মাসেতুতে ‘মানুষের মাথা লাগার’ গুজবের মধ্যে ‘ছেলেধরা’ সন্দেহে গণপিটুনিতে মানুষকে মেরে ফেলার ঘটনায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানালেন শিল্পীরা।
সচেতনতামূলক একটি ভিডিওতে গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন অভিনয়শিল্পী তারিক আনাম খান, শতাব্দি ওয়াদুদ, নাদিয়া, হিল্লোল, নওশীন, রিয়াজ, এফ এস নাঈম সংগীতশিল্পী তাহসান খান, বেলাল খান, সিঁথি সাহা, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তফাসহ আরও অনেকে।
ভিডিওতে সংগীতশিল্পীরা ‘ধনধান্যে পুষ্পে ভরা’ গানটি কণ্ঠে তোলেন, আবৃত্তিশিল্পীরা আবৃত্তি করেন আর অভিনয়শিল্পীরা সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দেন।
ভিডিওটির নির্মাণ করেন পিকলু চৌধুরী; ইতোমধ্যে ফেইসবুকে এটি বেশ প্রশংসিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসগহ অনেকে শেয়ার করেছেন।
Share with others:
Recent Posts
Recently published articles!
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
পর্যটন ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি