পদ ছাড়লেন হাসান বাবু
ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেছেন। রবিবার রাতে তিনি ডিএসইতে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র জমা দেন।
সোমবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এ জি এম সাত্ত্বিক আহমেদ শাহ।
তিনি বলেন, ‘চেয়ারম্যান বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গতকাল রাত সাড়ে ১১টার দিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। এখন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
এ বিষয়ে বিএসইসির কমিশনার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মু. মোহসীন চৌধুরী বলেছেন, ‘উনি (হাসান বাবু) গতকাল রাতে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আমি দেখেছি। এখন নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তবে শুধু চেয়ারম্যানের পদত্যাগে সন্তুষ্ট নন ডিএসইর সদস্যরা। এর আগে গত ১২ আগস্ট ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে চেয়ারম্যানসহ সকল স্বতন্ত্র পরিচালকের পদত্যাগের দাবি জানিয়েছিল ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
দেশের পটপরিবর্তিত পরিস্থিতিতে এর আগে গত ১০ আগস্ট পদত্যাগ করেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
#তমহ/বিবি/১৯সেপ্টেম্বর২০২৪
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি