এবার শূন্য মার্জিনে এলসি...
এখন থেকে ভোগ্যপণ্য আমদানিতে শূন্য মার্জিনে এলসি খোলা যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে শূন্য মার্জিনে এলসি বা ঋণপত্র খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
১০ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক সার্কুলারে বলেছে, রমজানের আগে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে শূন্য মার্জিনেও এলসি খোলা যাবে। এলসি কমিশনও সর্বনিম্ন পর্যায়ে রাখতে হবে।
ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আমদানিতে শূন্য মার্জিনে এলসি খুলতে হবে।
এছাড়া আমদানি ঋণপত্রের কমিশন ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখতে হবে।
সার্কুলারে বলা হয়, রোজা ও ঈদুল ফিতর আসন্ন। অন্যদিকে করোনাপরবর্তী পরিস্থিতিসহ নিয়ন্ত্রণবহির্ভূত বিভিন্ন কারণে বাজারে আমদানিনির্ভর নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দামে ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এ অবস্থায় আসন্ন রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতি রোধ, পণ্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতকল্পে ভোজ্যতেল, ছোলা, ডাল, মোটর, পেঁয়াজ, মসলা, খেজুর, ফলমূল এবং চিনিসহ অন্যান্য নিত্যপণ্যের আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে এলসি মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে প্রয়োজনে শূন্য মার্জিনে এলসি খোলা যাবে। এছাড়া আমদানি ঋণপত্রের কমিশনও ব্যাংকার গ্রাহক সম্পর্কের ভিত্তিতে যথাসম্ভব ন্যূনতম পর্যায়ে রাখতে হবে। এ নির্দেশনা আগামী ১০ মে পর্যন্ত বলবৎ থাকবে।
সূত্র জানায়, আগে এলসি খোলার ক্ষেত্রে ব্যাংকগুলো জোগান দিত ৭০ শতাংশ বা এর বেশি। গ্রাহক জোগান দিত ৩০ শতাংশ বা এর কম। কোনো কোনো ক্ষেত্রে এরও কম বা বেশি হতো। এখন থেকে এসব মার্জিন প্রত্যাহার করা হয়েছে। পুরো অর্থই দেবে ব্যাংক। গ্রাহককে কোনো অর্থই দিতে হবে না। শুধু গ্যারান্টি দিতে হবে। এর ভিত্তিতেই এলসি খোলা যাবে। অর্থাৎ আমদানিকারক কোনো নগদ অর্থ ছাড়াই কেবলমাত্র ঋণ নিয়ে পণ্য আমদানির এলসি খুলতে পারবেন।
একই সঙ্গে এলসির বিপরীতে আগে শূন্য দশমিক ৫০ থেকে শূন্য দশমিক ২০ শতাংশ কমিশন নেয়া হতো। কোনো কোনো ক্ষেত্রে এ হার শূন্য দশমিক ১ শতাংশও ছিল।
এক্ষেত্রেও কমিশনের হার কমাতে হবে। তবে এক্ষেত্রে কোনো কমিশন বেঁধে দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহকভেদে এ কমিশন কম রাখতে হবে।
#তমহ/বিবি/১১ ০৩ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি