ইউনাইটেডের লাভ ঘোষণা

ইউনাইটেডের লাভ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ১৭ টাকা ০৬ পয়সা।

এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ এপ্রিল।

#তমহ/বিবি/২৭মার্চ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, মার্চ ২৬, ২০২৩ ১০:৫৪ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!