জুনে পদ্মাসেতু, ডিসেম্বরে মেট্রোরেল
গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে বিদায় নিচ্ছে আরো একটি বছর। ২০২২ সাল চলে যাচ্ছে, আসছে ২০২৩ সাল। বিদায়ী বছরে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবে মেলাতে গেলে প্রাপ্তির দুটি দিক বিশাল। জুন মাসে চালু হয়েছে পদ্মা সেতু। ডিসেম্বরে এসে সচল প্রথম মেট্রোরেল।
বাংলাদেশের গণমাধ্যমে বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল পদ্মা সেতু উদ্বোধন৷ সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত এই প্রকল্প পরিচালিত হয় দেশের নিজস্ব অর্থায়নে৷ ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা সরাসরি সারাদেশের সঙ্গে যুক্ত করেছে৷
২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতু উদ্বোধন করার পরদিন থেকেই সাধারণ মানুষের চলাচলের জন্য তা খুলে দেওয়া হয়৷ যোগাযোগ ব্যবস্থা সহজ করার পাশাপাশি অর্থনীতিতেও এই সেতু নতুন প্রাণ সঞ্চার করেছে৷
বছর শেষ হওয়ার আগে আগে আরেকটি মেগা প্রকল্প মেট্রোরেল প্রকল্পের একটি অংশের উদ্বোধন করা হলো৷ দেশের ইতিহাসে প্রথমবারের মতো যুক্ত হলো মেট্রোরেল৷ ৩১ হাজার কোটিরও বেশি টাকা খরচ হচ্ছে এই প্রকল্পে৷
আপাতত উত্তরা থেকে আগারগাঁও রুটের লাইন খুলে দেওয়া হলো, ফলে যানজটের শহরে ১২ মিনিটে এই দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে৷ আগামী ডিসেম্বর নাগাদ উত্তরা থেকে কমলাপুর অবধি লাইন সচল হবে জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা।
#তমহ/বিবি/৩১ ১২ ২০২২
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি