ভবন সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংকের চুক্তি

ভবন সুরক্ষায় বাংলাদেশ ব্যাংক সিটি ব্যাংকের চুক্তি

জাইকার সহায়তায় নগরের ভবন নিরাপত্তা প্রকল্পে (আরবান বিল্ডিং সেফটি প্রজেক্ট ইউবিএসপি) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সিটি ব্যাংক চুক্তি করেছে। মূলত পোশাকখাত সংক্রান্ত ভবনের অগ্নিনিরাপত্তা, আধুনিকায়ন, পুনঃনির্মাণ ও স্থানান্তর কাজের জন্য এ চুক্তি করা হয়।

১৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি হয়। এতে স্বাক্ষর করেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের পরিচালক মো. শরাফত উল্লাহ খান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই ও স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক লীলা রশীদ।

এতে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, হেড অব স্ট্রাকচারড ফিন্যান্স মাহবুব জামিল ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।

উল্লেখ্য, চুক্তি অনুযায়ী দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের কর্মপরিবেশ নিরাপদ করতে বিনিয়োগের ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সিটি ব্যাংক দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন বা প্রাক অর্থায়ন সুবিধা দেবে।

পোশাকখাত সংক্রান্ত ভবনের অগ্নিনিরাপত্তা, আধুনিকায়ন, পুনঃনির্মাণ ও স্থানান্তর কাজের জন্য গ্রাহকেরা সিটি ব্যাংকের মাধ্যমে এই সুবিধা ভোগ করতে পারবেন।


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ১৮, ২০১৯ ৬:৪৫ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!