রাশিয়ার শব্দের চেয়ে ২৭ গুণ গতির ক্ষেপণাস্ত্র মোতায়েন

রাশিয়ার শব্দের চেয়ে ২৭ গুণ গতির ক্ষেপণাস্ত্র মোতায়েন

রাশিয়া নিজস্ব প্রযুক্তিতে তৈরি অ্যাভ্যানগার্ড হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে । শুক্রবার (২৭ ডিসেম্বর) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদ জানায় শব্দের চেয়ে ২৭ গুণ গতির এ ক্ষেপণাস্ত্রের ।

রুশ সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শইগু জানান, মস্কোর স্থানীয় সময় সকাল ১০টায় এ ক্ষেপনাস্ত্র মোতায়েন করা হয়। সামরিক বাহিনী ও সমগ্র জাতির জন্য এটি বৃহত্তর এক অর্জন বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

রাশিয়ার স্ট্রেটেজিক মিসাইল ফোর্সের প্রধান জেনারেল সার্গেই কারাকায়েভ বৈঠকে জানান, দক্ষিণ উরাল পর্বতমালায় রাশিয়ার ওরেনবার্গ অঞ্চলে এ মিসাইল মোতায়েন করা হয়েছে। ১৯৫৭ সালের সোভিয়েত আমলে মহাকাশে উপগ্রহ পাঠানোর মতই আন্তঃমহাদেশিয় এ ক্ষেপণাস্ত্রকে রুশ প্রযুক্তিক্ষেত্রের বড় অর্জন হিসেবে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

২০১৮’র মার্চে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি প্রথম অ্যাভেনগার্ড ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করেন। তিনি বলেন, এটি উল্কার মত, অগ্নিগোলকের মত আঘাত হানবে। ক্ষেপণাস্ত্রটি দুই হাজার সেলসিয়াস তাপমাত্রা সহ্যক্ষমতার সরঞ্জাম দিয়ে তৈরি করা হয়েছে। এটি দুই মেগাটনেরও বেশি ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারবে।

২০১৮’র ডিসেম্বরে এ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। দেশটির গুরুত্বপূর্ণ এক সামরিক ঘাঁটি থেকে চালানো এ পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটার (৩ হাজার ৭০০ মাইল) পথ পাড়ি দিয়ে সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানে। সফল পরীক্ষার পর প্রেসিডেন্ট পুতিন সেসময় একে যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় একে অপ্রতিরোধ্য হিসেবে উল্লেখ করেন।

#এসএস/বিবি/২৮ ১২ ২০১৯


বিশ্ব ডেস্ক, বিবি
Published at: শুক্র, ডিসেম্বর ২৭, ২০১৯ ৯:৫২ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!