খুলছে মালয়েশিয়া...

খুলছে মালয়েশিয়া...

তিন বছর বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য আবারো চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এ বিষয়ে রোববার দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এসময় মন্ত্রী জানান, বিদেশে কর্মী পাঠাতে কোনো ধরনের সিন্ডিকেটকে সুযোগ দেওয়া হবে না।

২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে কর্মী নেয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। গত ৩ বছরে অনেক আলোচনার পর অবশেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার।

আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সেদেশের সরকারের সঙ্গে রোববার সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। এ উদ্দেশ্যে ১৮ ডিসেম্বর মালয়েশিয়া যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এসময় মন্ত্রণালয়ের সচিব জানান, মালয়েশিয়ার বাজার চালু হলে, বিএমইটির ডাটাব্যাংক থেকে কর্মী পাঠানো হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জনশক্তি পাঠানোর নতুন বাজার তৈরির লক্ষ্যে ফেব্রুয়ারিতে গ্রিসের সাথে সমঝোতা স্মারক সই হবে। এছাড়া, কোনো রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর ক্ষেত্রে সরকার নির্ধারিত টাকার চেয়ে বেশি নিলে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

#তমহ/বিবি/১৮ ১২ ২০২১


প্রবাস ডেস্ক, বিবি
Published at: শুক্র, ডিসেম্বর ১৭, ২০২১ ৯:২২ পূর্বাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!