দারাজে ১২.১২ ক্যাম্পেইন
দারাজ বাংলাদেশ বছরের শেষ ক্যাম্পেইন হিসাবে ১২.১২ আয়োজন করেছে। ১১ ডিসেম্বর বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন।
এবার ইভেন্টের কো স্পন্সর হিসেবে আছে ডেটল, শেভার শপ, এস্কয়ার, নোকিয়া, প্যারাস্যুট এবং লাক্স। হারপিক, ওয়াইল্ড স্টোন, ফ্লোরমার বাংলাদেশ, নেসলে বাংলাদেশ, সারা লাইফস্টাইল, জেন্টেল পার্ক, আর এফ এল ইলেক্ট্রনিক্স ভিশন, টিপি লিঙ্ক, ওয়ালটন ডিজি টেক, ফোকালিউর বাংলাদেশ, হুয়াওয়ে মোবাইল এবং মটোরলা মোবাইল রয়েছে ব্র্যান্ড পার্টনার হিসাবে।
অন্যদিকে ইভেন্ট পার্টনার হিসাবে রয়েছে ফুডপান্ডা, ভাইবার, লিঙ্ক থ্রি টেকনোলজিস, প্রাভা হেলথ ও বিপ্রপার্টি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সেল ইভেন্টে বড় ডিসকাউন্টে অসংখ্য পণ্য, নানা ধরনের ভাউচার, ১২ টাকার মিস্ট্রি বক্স, ফ্ল্যাশ সেলসহ আরও অনেক আকর্ষণীয় অফার থাকছে।
জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা করেন দারাজ ১২.১২ ক্যাম্পেইন।
#এসএস/বিবি/১১ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
ব্যাংক ডেস্ক, বিবি
-
জাতীয় ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি