১৪ হাজার মুক্তিযোদ্ধার বাড়ি নির্মাণ
আগামী জানুয়ারি মাসেই মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আর ১৪ হাজার মুক্তিযোদ্ধার জন্য ১৬ লাখ করে টাকা ব্যয়ে বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া এখন থেকে সরকার যত রাস্তা নির্মাণ ও সংস্কার করবে, সেগুলো মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে।
আজ যশোর সদর উপজেলার খাজুরায় শহীদ মিত্র ও মুক্তিবাহিনীর স্মৃতির উদ্দেশে নির্মিত ‘মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ’ এবং মনিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এসব কথা বলেন।
সমাবেশে মুক্তিযোদ্ধাদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘“জয় বাংলা” আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। আপনারা নিজ নিজ সন্তানকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভালোভাবে শিক্ষা দেন। তারা যদি “জিন্দাবাদের” স্লোগানে লিপ্ত হয়, তাহলে আমাদের আর ইজ্জত থাকবে না।’
মন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মকে জানাতে পাঠ্যসূচি এবং বিসিএসে তা অন্তর্ভুক্ত করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য ২ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রত্যেক মুক্তিযোদ্ধা আগামী মার্চের মধ্যে পরিচয়পত্র পাবেন।
#এসএস/বিবি/২৮ ১২ ২০১৯
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি