১৬টি ফ্লাইটে ফিরছে অবৈধ কর্মী

১৬টি ফ্লাইটে ফিরছে অবৈধ কর্মী

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফেরাতে ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নিয়েছে বিমান। মালয়েশিয়ার সরকার ঘোষিত ‘ব্যাক ফর গুড’ কর্মসূচির আওতায় সেখানে থেকে ফিরিয়ে আনা হচ্ছে তাদের।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার জানানো হয়, মালয়েশিয়ার সরকার ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় টিকিটসংকটের কারণে আটকে পড়া শ্রমিকদের সহায়তা করতে ও সুস্থভাবে বাড়ি ফিরিয়ে আনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে দেশের মানুষের প্রতি বিমানের সব সময়ই একটি দায়বদ্ধতা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বিমান সেই দায়বদ্ধতা থেকেই দেশের মানুষ ও প্রবাসী শ্রমজীবী ভা বোনদের প্রতি দায়িত্ব পালনের অংশ হিসেবে এই বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

উল্লেখ্য, মালয়েশিয়ার সরকার সে দেশে বসবাসরত বাংলাদেশি অবৈধ শ্রমিকদের দেশে ফিরে আসার সুযোগ প্রদান করলেও টিকিটসংকটের কারণে সেখানে অনেক শ্রমিক আটকে আছেন। সময়মতো ফ্লাইট না পাওয়ায় তাঁরা এ সুযোগ কাজে লাগিয়ে দেশে ফিরতে গিয়ে বিপাকে পড়েছেন। মালয়েশিয়ার সরকার ঘোষিত এ সুযোগ চলতি বছরের ডিসেম্বর মাসে শেষ হবে।


প্রবাস ডেস্ক, বিবি
Published at: বুধ, ডিসেম্বর ৪, ২০১৯ ৮:৫৯ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!