লেনদেন ২১ কোটি টাকা…

লেনদেন ২১ কোটি টাকা…

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ২৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৭৫ হাজার ৩৫৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২১ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ফনিক্স ফিন্যান্স ৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার বিক্রি করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। রেনেটা ৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- একমি পেস্টিসাইডস, আল-হাজ্ব টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, অ্যাপেক্স ফুডস, বিডি ফিন্যান্স, বিডি ল্যাম্পস, বিডি ওয়েল্ডিং, বিকন ফার্মা, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন,কপারটেক ইন্ডাস্ট্রিজ, ইস্টার্ণ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, কাট্টালি টেক্সটাইল, লংকাবাংলা ফিন্যান্স, মীর আখতার হোসেন, ন্যাশনাল ব্যাংক, ন্যাশনাল হাউজিং, ওরিয়ন ফার্মা, দ্য পেনিনসুলা, রূপালী ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল ও তমিজ উদ্দিন টেক্সটাইল লিমিটেড।

#তমহ/বিবি/২৪-০২-২০২২

ক্যাটেগরী: শেয়ারবাজার

ট্যাগ: শেয়ারবাজার

শেয়ারবাজার ডেস্ক, বিবি বৃহঃ, ফেব্রুয়ারী ২৪, ২০২২ ৬:৫০ পূর্বাহ্ন

Comments (Total 0)