উচ্ছেদ হচ্ছে রেলক্রসিংয়ের পাশের অবৈধ স্থাপনা

উচ্ছেদ হচ্ছে রেলক্রসিংয়ের পাশের অবৈধ স্থাপনা

দেশের বিভিন্ন স্থানে রেলক্রসিংয়ের পাশে গড়ে ওঠা দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অনুমোদিত রেলক্রসিং ও স্থাপনা চিহ্নিত করে এসবের তালিকা আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপদ রেল চলাচল নিশ্চিত করতে দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধ রেলক্রসিং বন্ধ এবং রেলক্রসিংয়ের পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশনা চেয়ে গত ২৪ নভেম্বর রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহীন আরা। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি ওই নির্দেশ দেওয়া হয়েছে।

রুলে অবৈধ রেলক্রসিং বন্ধ, বৈধ রেলক্রসিং চিহ্নিত করে ফেঞ্চিংয়ের (বেড়া দেওয়া) ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্থানীয় সরকার সচিব, রেলসচিব, রেলের মহাপরিচালকসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রিট আবেদনকারীপক্ষ জানায়, সারা দেশে ১ হাজার ৪১২টি লেভেল ক্রসিং রয়েছে। বুয়েটের গবেষণা প্রতিষ্ঠানে এআরআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ২৩৫টি দুর্ঘটনায় ২৪৪ জন মানুষ মারা গেছে এবং ২২৮ জন আহত হয়েছে। ২০১৭ সালে ২১১টি দুর্ঘটনায় ২২৯ জন মারা যায় এবং ১৫৫ জন আহত হয়।

#এসএস/বিবি/১৫ ১২ ২০১৯


দেশজুড়ে ডেস্ক, বিবি
Published at: শনি, ডিসেম্বর ১৪, ২০১৯ ১০:৩৩ অপরাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!