এক লাখ ডলারে বিশেষ সুবিধা
এখন থেকে ব্যবসায়ীরা পাচ্ছে বিশেষ সুবিধা। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার নেই। এভাবেই এখন থেকে এক লাখ মার্কিন ডলার বিদেশে পাঠানো যাবে। ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পাচ্ছে এই সুযোগ। এছাড়াও আগের বছরের বিক্রির (ঘোষিত) এক শতাংশ অর্থও পাঠাতে পারবে তারা। এতে এক লাখ ডলারের বেশিও পাঠানো যেতে পারে। কারণ এক লাখ ডলার বা বার্ষিক বিক্রির এক শতাংশ এরমধ্যে যেটি বেশি সেই পরিমাণ অর্থ প্রয়োজনে বিদেশে পাঠানোর সুযোগ ঘোষিত হয়েছে।
০৪ জানুয়ারি সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করেছে। যা অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পৌঁছে গেছে।
এই সার্কুলার অনুযায়ী, এখন থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিগত বছরের আয়কর বিবরণীতে ঘোষিত ব্যয়ের এক শতাংশ অথবা এক লাখ মার্কিন ডলার বা এ দুইয়ের মধ্যে যেটা বেশি হবে সেই পরিমাণ অর্থ দিয়ে বিদেশে কেনাকাটায় খরচ করতে পারবে।
#তমহ/বিবি/০৬ ০১ ২০২১
Share with others:
Recent Posts
Recently published articles!
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ব্যবসা ডেস্ক, বিবি
-
শেয়ারবাজার ডেস্ক, বিবি
-
ভূমি ডেস্ক, বিবি
-
প্রবাস ডেস্ক, বিবি