নারীদের জন্য সিটি ব্যাংকের নতুন কার্ড

নারীদের জন্য সিটি ব্যাংকের নতুন কার্ড

সিটি ব্যাংক এবং আমেরিকান এক্সপ্রেস ৪ আগস্ট রোববার ব্যাংকের প্রথম কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড ‘দি সিটি আলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড’ চালু করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের নারীদের জন্য বিশেষভাবে ডিজাইন করা এই কার্ডটি আর্থিক ব্যবস্থাপনায় নতুন দিগন্ত উন্মোচন করবে। গুলশানের শান্তা স্কাইমার্কে ‘সিটি আলো’ কার্যালয়ে এই কার্ডের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

এই ক্রেডিট কার্ডে গ্রাহকদের সর্বোচ্চ তিন হাজার টাকা পর্যন্ত ওয়ান ট্যাপ লেনদেনের সুবিধা দেবে। কার্ডটি চালু করলেই জনপ্রিয় গৃহস্থালি সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবা ডটএক্সওয়াইজেড এবং পারসোনা বিউটি পারলারে সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রিনভিউ গলফ রিসোর্টে অতিরিক্ত এক রাত থাকার সুবিধাও মিলবে।

এছাড়া ওয়েলকাম অফার হিসেবে প্রতি বছর ২০ হাজার টাকার বার্ষিক স্বাস্থ্য বীমা কাভারেজ এবং বিভিন্ন হাসপাতালে বহির্বিভাগে ৫ হাজার টাকার সেবা পাওয়া যাবে। একই সঙ্গে কার্ডটির মাধ্যমে গ্রাহকেরা ঢাকার ইউনাইটেড হাসপাতাল, ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতাল এবং ল্যাবএইড বিশেষায়িত হাসপাতালে বিভিন্ন স্বাস্থ্যসেবা সেবার ওপর ৩৫ শতাংশ ছাড়ে চিকিৎসাসেবা মিলবে।

কার্ডের ব্যবহারকারীরা এক বছর সর্বোচ্চ পাঁচবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস লাউঞ্জে যেতে পারবেন। এছাড়া ব্যবহারকারীর সঙ্গে থাকা ব্যক্তি এবং দুই শিশু ৫০ শতাংশ ছাড় পাবে। এই কার্ডধারীরা পুরো বাংলাদেশ তো বটেই এমনকি সারাবিশ্বে আমেরিকান এক্সপ্রেসের সেবাস্থলে থাকা, খাওয়া কিংবা কেনাকাটায় ৩৩ শতাংশ ছাড় পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ, পরিচালক তাবাসসুম কায়সার ও রফিকুল ইসলাম খান এবং আমেরিকান এক্সপ্রেস গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের পরিচালক ও পার্টনার কার্ড সার্ভিস প্রধান কুরুশ পি দাস্তুরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।

নতুন সেবাকে স্বাগত জানিয়ে সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ বলেন, সিটি ব্যাংক সব সময়ই নারীর ক্ষমতায়নকে সামাজিক দায়বদ্ধতার মূল অংশ হিসেবে বিবেচনা করে আসছে। আমি আশাবাদী যে সিটি আলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের সাহায্যে বাংলাদেশের নারীরা দ্রুত, সুরক্ষিত এবং সুবিধাজনক একটি বিস্তৃত আর্থিক সমাধান পাবেন।

অনুষ্ঠানে আমেরিকান এক্সপ্রেস এর গ্লোবাল নেটওয়ার্ক সার্ভিসের পরিচালক ও পার্টনার কার্ড সার্ভিস প্রধান কুরুস দাস্তুর বলেন, সিটি ব্যাংকের সঙ্গে আমাদের দীর্ঘকালীন অংশীদারিত্ব রয়েছে এবং আমরা সর্বোত্তম শ্রেণির প্রোডাক্ট এবং অভিজ্ঞতা সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা ব্যাংকের গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম। আমরা সিটি আলো আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এটি বাংলাদেশের সফল ও উদীয়মান নারীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা যুক্ত করবে। এই কার্ডটি এমন একটি উন্নত সুযোগ সুবিধা দেয় যা এখনকার নারীদের অত্যন্ত প্রয়োজনীয় এবং এটি তাদের জীবনযাত্রাকে পরিপূরক করে।


বণিকবাংলা ডেস্ক
Published at: রবি, আগষ্ট ৪, ২০১৯ ১০:২৩ পূর্বাহ্ন
Share with others:

Recent Posts

Recently published articles!