শর্ট সেলিং শেয়ার নিষিদ্ধ

শর্ট সেলিং শেয়ার নিষিদ্ধ

দক্ষিণ কোরিয়ার পুঁজিবাজারগুলো আজ সোমবার থেকে শর্ট সেলিং শেয়ার বিক্রি নিষিদ্ধ করছে। আগামী বছরের জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। খবর: রয়টার্স।

গতকাল রোববার দেশটির আর্থিক খাতের কর্তৃপক্ষ জানায়, সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সুবিধার জন্য পুনরায় এই নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। ২০২১ সালের মে মাসে এই নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়।

কোসপি ২০০ এবং কোসডাক ১৫০ সূচকে থাকা প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার আওতায় ছিল। অন্য সূচকগুলোর ক্ষেত্রেও একই বিধিনিষেধ বহাল ছিল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পুঁজিবাজারের একটি অ্যাডভান্স ট্রেডিং কৌশল এই শর্ট সেলিং। এই বিনিয়োগ কৌশলের মাধ্যমে একজন বিনিয়োগকারী শেয়ারদর কমতে পারে এমন অনুমান করে তা আগাম বিক্রয় করে মূনাফা অর্জন করার চেষ্টা করেন। সাধারণত কোনো প্রতিষ্ঠান আর্থিক সমস্যায় থাকলে তাদের নিয়ে এ ধরনের শর্ট সেল করেন বিনিয়োগকারীরা।

#তমহ/বিবি/০৬ ১১ ২০২৩


শেয়ারবাজার ডেস্ক, বিবি
Published at: রবি, নভেম্বর ৫, ২০২৩ ১১:২২ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!