সিটি ব্যাংক ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ারের চুক্তি

সিটি ব্যাংক ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ারের চুক্তি

সম্প্রতি সিটি ব্যাংক এবং মালদ্বীপের জিএসএ টোটাল এয়ার সার্ভিসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এই চুক্তির আওতায়, সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে জিএসএ টোটাল এয়ার সার্ভিসের ঢাকা মালদ্বীপ ঢাকা বিমান টিকেটে ১০ শতাংশ ছাড় উপভোগ করবেন। এছাড়াও গ্রাহকদের জন্য রয়েছে মালদ্বীপে বেড়ানোর দুইজনের শেয়ারিং প্যাকেজ সুবিধা, যা প্রতিজনের জন্যে টাকা ৫৩,০০০/= থেকে শুরু। এই প্যাকেজে থাকছে তিন তারকা বিচ হোটেলে তিনদিন দুইরাত অবস্থান, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, দুজনের জন্যে একটি রুম, রিটার্ন এয়ার টিকেট, স্পিডবোর্ডে হোটেল থেকে এয়ারপোর্টে পিক এন্ড ড্রপ। ১ ফেব্রুয়ারি থেকে অফারটি শুরু হয়ে ৩১ মার্চ পর্যন্ত চলবে এবং যাত্রীকে এই প্যাকেজটি যাত্রা শুরুর দশদিন আগে বুকিং দিতে হবে।

সিটি ব্যাংকের হেড অব ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস জাফরুল হাসান ও মালদ্বীপের জিএসএ টোটাল এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক, মোর্শেদুল আলম চাকলাদার এই চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

#তমহ/বিবি/২৪ ০২ ২০২২


ব্যাংক ডেস্ক, বিবি
Published at: বুধ, ফেব্রুয়ারী ২৩, ২০২২ ৪:২৩ অপরাহ্ন
Share with others:
ad

Recent Posts

Recently published articles!